
বিনামূল্যে ফেসবুক ব্যবহারের দিন শেষ
ফেসবুক তার ব্যবসাটা ভালোই বোঝে তাই হয়তো বিনা পয়সায় কোনো কিছু আর সরাসরি প্রচার করবে না ফেসবুক। যাঁরা ফেসবুকে পেজ তৈরি করে বিভিন্ন খবর প্রচার করেন অথবা বেচা কেনার ব্যবসা করছেন সেসব প্রকাশকের জন্য নিউজফিডের সুবিধা রাখছে না ফেসবুক কর্তৃপক্ষ। মুল কথা হল, অর্থ খরচ না করলে পেজে পোস্ট করা নিউজ, ব্যবহারকারীদের নিউজফিডে দেখাবে না। অর্থাৎ, কিছু প্রচার করতে হলে ফেসবুকে অর্থ খরচ করতেই হবে।
এখন পর্যন্ত পেজ পাবলিশার বা প্রকাশকদের লেখা পোস্ট, ছয়টি দেশের নিউজফিডে দেখানো বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের কর্মকর্তারা আপাতত এটিকে পরীক্ষামূলক বলছেন যা, ইতিমধ্যে পেজ প্রকাশকদের বিপদে ফেলে দিয়েছে।
ফেসবুক ‘এক্সপ্লোর ফিড’ নামের নতুন একটি ফিচার চালু করার মাধ্যমে, পরীক্ষামূলকভাবে প্রকাশক ও প্রতিষ্ঠানের কাছ থেকে আসা পোস্ট গুলো মূল ফিড থেকে সরিয়ে ফেলছে ফেসবুক।
ফেসবুক কর্তৃপক্ষের মতে, এক্সপ্লোর ফিডের লক্ষ্য থাকবে নতুন কনটেন্ট দেখানো। এখানে ব্যবহারকারীদের দুটি ফিড দেখানো হবে, যার একটিতে থাকবে পরিবার, বন্ধু-বান্ধব এবং অন্যটিতে থাকবে প্রতিষ্ঠান ও প্রকাশকদের জন্য। শ্রীলঙ্কা, বলিভিয়া, স্লোভাকিয়া, সার্বিয়া, গুয়াতেমালা ও কম্বোডিয়াতে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু হয়েছে। তবে এখনই পুরো বিশ্বে এটি চালু করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ফেসবুক।
বর্তমানে ফেসবুকের ওপর নির্ভরশীল অনেক প্রতিষ্ঠান রয়েছে আতঙ্কে। কারণ, ফেসবুকের নতুন এক্সপ্লোরার ফিড সহজে খুঁজে পাওয়া যায় না। ওয়েব সংস্করণের বাঁ সারির একেবারে নিচে নামিয়ে দেওয়া হয়েছে একে। আইওএস অ্যাপের ক্ষেত্রে এক্সপ্লোর অপশনে গিয়ে এটিকে খুঁজে বের করে নিতে হয়।
বিশেষজ্ঞরা বলছেন, মূল ফিড থেকে পেজের বিভিন্ন স্টোরি সরিয়ে নেওয়ায়, বিষয়টি বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। যার ফলে, পেজ প্রকাশকদের পোস্টের ‘অর্গানিক রিচ’ দুই তৃতীয়াংশ কমে গেছে।
নিউজফিড দেখাশোনার দায়িত্বে থাকা ফেসবুকের কর্মকর্তা অ্যাডাম মোসেরি বলেন, কোনো কিছু বিশ্বব্যাপী চালু করার আগে বেশ কিছু বিষয় নিয়ে বিবেচনা করে থাকে ফেসবুক। মানুষ কী চায় , তারা কী বলে, তাদের মন্তব্য, লাইক, শেয়ার, তাদের অনুভূতি, সময় প্রভৃতি বিষয়ের দিকে বিবেচনা করতে হয় আমাদের। সবার জন্য দুটি নিউজফিড চালু করা হবে কি না, তা সম্পর্কে এখনো পুরোপুরি ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ফেসবুকের লক্ষ্য হচ্ছে মানুষ তাদের ব্যক্তিগত ও পাবলিক কনটেন্ট পৃথক দেখতে চায় কি না, তা নিয়ে পরীক্ষা করা।নিউজফিড বা এক্সপ্লোরে খবর দেখানোর জন্য পেজগুলোর কাছ থেকে অর্থ নেওয়ার কোনো পরিকল্পনা নেই ফেসবুকের।
যে দেশগুলোতে ফেসবুকের এক্সপ্লোর ফিড নিয়ে পরীক্ষা চালাচ্ছে, সেখানে নিউজফিডে শুধু বন্ধুদের পোস্ট আর বিজ্ঞাপন দেখানো হচ্ছে। তাই ফলো করা পছন্দের পেজের নিউজ পেতে হলে এক্সপ্লোর ফিডে ক্লিক করা ছাড়া আর কোন উপায় নেই। ফেসবুক কর্তৃপক্ষ যা–ই বলুক না কেনো, অর্থ খরচ করা ছাড়া পেজের পোস্টগুলোকে পুরোনো নিউজফিডে দেখাতে কোনো পথ খোলা রাখছে না ফেসবুক কর্তৃপক্ষ।
ইতিমধ্যে স্লোভিনয়ার বড় ৬০টি মিডিয়া পেজের ইন্টারঅ্যাকশন (লাইক, কমেন্ট, শেয়ার) একেবারেই নিচে নেমে গেছে। গুয়াতেমালা ও কম্বোডিয়াতেও একই প্রভাব দেখা দিয়েছে। পরীক্ষা কত দিন চলবে এ সম্পর্কে ফেসবুক কোন ঘোষণা দেয়নি। স্লোভেনিয়ার সবচেয়ে বড় ফেসবুক পেজের পাঠক কমে গেছে বলে জানা যায়। ফেসবুকে নতুন নিউজফিড আসায় ব্যবহারকারীরা তাদের কোনো পোস্ট ফেসবুকে খুঁজে পাচ্ছেন না বলে মন্তব্য করেন।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ।
facebook, instagram, google, timeline, profile, news, news feed, boost, social media, e-commerce, online shop, online business
Comment Section